এমন কোন জাতি কি আছে ?
যারা কিনা এখনও স্বাধীনতার প্রশ্নে দ্বিধা গ্রস্থ !
অবাক লাগে এত বছর পরেও, ওরা বাক যুদ্ধে লিপ্ত!
স্বাধীনতার পক্ষে বিপক্ষে আজও দীপ্তমান
কত রঙে -কত মঞ্চে ।
এখন ও গর্জে , বুক উঁচিয়ে হুঙ্কার তোলে
কিসের স্বাধীনতা হে ?
আজ বড়ই ইচ্ছে হয় সেই স্থপতিদের জিজ্ঞেস করতে
তোমারা কাদের জন্যে দিয়েগেছো প্রাণ –ওহে মহিয়ান ।
তোমার উত্তসূরী পথ হারা পথিক
আজও ছুটে যায় ঐ ঘৃণ্য দিক !
স্বাধীনতার মূল্য কি ওরা বুজে ?
যদি তাইতো তবে কেন এত অভিনয় ?
আমিতো যুদ্ধ দেখিনি, তবে সুদৃঢ় অনুভূতি- ওহে  ”মা” !
রক্ত গঙ্গায় ভেসে যাওয়া তুমি এক “বিজয়ী নিশান” ।
তুমি আমার অহংকার- তুমি আমার পরিচয়
আমি বাঙ্গালী, আমি বাংলাদেশি
কিংবা অসাম্প্রদায়িক জাতি ।
অথচ কতক নিমুখ হারামি – কতক  ক্ষমতা লোভী,
তোমাকে হেয় করে ।
ওরা কি বুজেনা ? ওরা যে ঘৃণ্য - ওরা যে শত্রুর সহচর
ওরা যে বিশ্বাস ঘাতক -ওরা  যে স্বার্থ্পর !!
ওহে মা ,
ভয় নেই ,আবার আসিব ফিরে পিতার পথ ধরে
দেখেনি যুদ্ধ ভেসেছি ভাল লাল-সবুজে উড়ে।
রক্তে পাওয়া মাগো তুমি প্রভাত রবির ভোরে
দিবস আলোয় জ্বলবে মাগো প্রাণের গহিন নীড়ে
শত্রু যত দিবই হেরে তোমার আঁচল কোলে
ঘণ্য হিংস্র ঠাঁই পাবেনা দেশ প্রেমিকের পালে ।
”বাংলাদেশ” মাতৃভূমি জগত সেরার দলে
কে আছে ঐ রুখে মাকে- মুক্তি যুদ্ধের হলে ?
আয় ফিরে আয় যুদ্ধে পাওয়া  লাল-সবুজের তলে ।
-----------------