ওহে জ্ঞাণী -ওহে প্রাজ্ঞ -দেখেছো কি কভূ?
বিপন্ন আজ রবির আলো মেঘে ডাকা নিভূ !
আলো নাহি  জ্বলে আর  জ্ঞাণ দীপ্ত শিখায়
তীব্র হাওয়ায় কূলষ ঝড়ে কৃষ্ণ ধুম্র ছড়ায় ।
ঐ চলেছে জ্ঞানের ভেলা ধ্বংস নিশান উড়ায়
প্রদীপ তরে ভ্রান্ত ঘিরে জাতির পুস্প ঝরায়
কে যেন ঐ তরুণ তীরে স্বপ্নীল ভুবন পুড়ায়!
মায়ের বুকে বিধায়ে শুল তপ্ত দহের ছোঁয়ায়
আগামী ডুবায় অথৈ জলে কত স্বপ্ন হারায় !
অথচ সেই রবির আলো ওঠত জেগে ভোরে
দিত শক্তি দিত সাহস প্রতিটি মনন নীড়ে
জাগত কত প্রগতিশীল চিন্তা চেতনার তরে
ডাকত ঐ অসাম্প্রদায়িক নাট্য মঞ্চ ঘিরে
বিকাশ হত সৌহার্দ্ প্রীতি প্রেমের নিশান উড়ে
হুঙ্কার দিত পাঠশালায় অধিকার আদায় ভ্রতে
ছাত্র ঐক্যের অমর বাণী গাইত একই মতে
সেই কিনা আজ রবির আলো বিপন্ন কত পথে!
রাখ কি খবর তোমার রবি কোথায় সঙ্গ দিয়ে !!
বিপন্ন আজ রবির আলো ভ্রান্ত মত লয়ে
আঁধার পথে ছুটছে যুবা যত জ্ঞাণের ভুলে
কি দিয়েছো গড়তে তারে স্বপ্ন আশার ফুলে !
রাষ্ট্র যন্ত্রের সমাজ রন্ধে স্বৈর লোভীর ফাঁকে
নেইতো কোথা সঠিক ধারা সোনার বাংলা বুকে
কেউ দেখেনা কেউ ভাবেনা রবির দুঃখ যেয়ে
মুক্তকাশে বিষের ধোঁয়ায় আলো নাহি পেয়ে
আগামীর রবি অচিন পথে যৌবন শক্তি ক্ষয়ে
ওহে তুমি ফিরাও তারে মায়ের মৌলিক ধারায়
সত্য টুকু জানাও তারে আলোক জীবন গড়ায় ।
বিপন্ন আজ রবির আলো দাওনা তুমি জাগায় ?
----------------