কি অপরূপ সবুজ চাদরে ঢাকা নদী মাতৃক - আমার মাতৃভূমি
সমতল পাহাড় টিলে আঁকা বাঁকা পথে সতেজ বৃক্ষের কত প্রান্তর তুমি!
বৈচিত্র গড়নে বৈচিত্র মননে সৃজন মোহে অসাম্প্রদায়িক চেতনা
যুগে যুগে কত উপমা তাহার আজ অবধি জাগে প্রেমের প্রেরণা ।
যুগল বন্ধনে অন্তঃ বাহ্যিক অবয়বে জাতির অদম্য স্পৃহা ।
ভ্রান্তের অনিষ্টে প্রগতিশীল ধারায় লাল-সবুজে  তাহা ।
নত শিরে প্রাণে গহিনের কোনে আপনের তরে জাগে
আমার সোনার বাংলা আমি তোমায় ভালাবাসি যত লোভের আগে ।
সেই যাকে আঁকি অমীত সুধায় পিঞ্জরে তাহার  ছবি ।
সাম্যের গানে জগতের পানে রেখে যাওয়া শত স্মৃতি
ঐক্যের ফ্রেমে বাঁধিয়াছে তাহা সরবে কত কবি !
হারেনি কভূ কঠিন রণে করেছে উজাড় সবি
এনেছে সদা উঁচু শিরে তাহা পিতার পথ ধরে
হয়েছে শহীদ হয়েছে গাজী অনিষ্ট তাড়িবার তরে
দংশনে মাকে নেয়নি লুফে অশুরের বলি রেখা ।
জেগেছে সদা আপন চিক্তে পেয়েছে মুক্তির দেখা
তবুও ,
কে যেন ঢুকে সিঁধ কাটে তোমারই মুক্তির তটে !!
জাগ জাগ জাগ হে- বাংলার পথে ঘাটে ।
ওহে বাঙ্গালী ওহে বাংলাদেশী- গেছো কি তাহা ভুলে ?
হারিবার তরে আসনি তোমারা ঐতিহ্যের পাল তুলে
মায়ের বুকে সাহসী বীর যত  সৃজন পথিক
বিজয়ের ধ্বনি গিয়েছে শুনি মন্ত্র সেটি সঠিক
অসাম্প্রদায়িক বাংলাদেশ মায়ের অন্তর বাহ্যিক ।
রাখেনি বিভেদ করেনি যুদ্ধ -ইমাম-ঠাকুর মিলে
মসজিদ মন্দির -গীজা তীর্থ্  প্রার্থনারই  কালে
ঈদ পূজা পার্ব্ন যত উড়ত  ধর্মের পালে ।
কেবা আপন কেবা পর ভাবেনি কোন দলে
অহিংস হৃদে গাইত সদা আপন সুর তালে ।
সেই প্রেম মায়ের বুকে ফিরবে আবার কবে?
-------------------


.