কত  যে দেখি কত যে শুনি কত যে মুখের বুলি
যত্র তত্র জাতির বিবেক হিংস ফুলের কলি ।
কান্ডারী সবে স্বার্থ্ শেষে দেয় যে তখন ফেলি ।
ক্ষমতা লোভী কত রঙে যায় যে ওরা খেলি


চায়না ফিরে মুলের দিকে জাতীয় ঐক্য গড়ে
স্বার্থ তরে চাউর করে মৌলিক বিষয় ছেড়ে
ঘটল যখন মায়ের বুকে সুযোগ বুজি তাই
ওঁত পেতে ঐ  দোসর যত করছে শুধু ধানাই ।


ঐক্য কি চাই জাতির স্বার্থে ?
নাকি ক্ষমতা যাওয়ার লোভে!
পাইনা খুঁজে অতীত ঘেটে ঐক্যের রুপ ভেবে!
ভীতু মনে আঁতকে ওঠি মায়ের সন্তান সবে ।
দূর্ভিক্ষে ঐ অন্ন খুঁজে ডাকাত দলে দলে
সিঁধ কাটে তাই তন্ত্র নামে মুক্তি যুদ্ধের পালে ।


ঐক্য তাই ঐক্য নয় গোপন মিটিং চালে
লোক দেখানো ভেলকি খেলা রাজনীতি হালে ।
কেউবা বামে কেউবা ডানে কেউবা মধ্য ছলে
ক্ষমতার লোভে ঐক্য চায় নিবার্চনের কালে ।


গণতন্ত্র কে না চায় সঠিক পন্থায় হলে ?
ওহে বিবেক ওহে জাতি- নেই কি আর কিছু ?
স্বাধীন সত্তা জন স্বার্থ্ কত চাওয়া পিছু !!
তবু ওরা চাইনা ফিরে ক্ষমতা যাওয়া বিনে
বৈরী পথে তন্ত্র কিনে গণ নামে বুঁনে ।


জাতীয় ঐক্য চাই সবে বাংলা মায়ের কোলে
জনস্বার্থে অসাম্প্রদায়িক লাল-সবুজের দলে
সেই নেতা যেবা চিনে অন্তঃ বাহ্যিক জ্বলে
তারই কাঁধে যাবে ভার জন মতের বলে ।
দুর হউক অশুর যত জাতীয় ঐক্যের ফলে ।
           -----------