শীতল লক্ষ্যার তীরে,
গজারির ভীড়ে দরদরিয়া গ্রামে তাজঊদ্দিন এলে
সেই কলি হতে বিচক্ষণ জ্ঞানে একে একে ফুলে
মুক্তি দিবে তাই অবিরত  পাঁপড়ি যায় খুলে
পিতার ডাকে ঐ ছুটে  রণে কাপাসিয়ার ছেলে
দিবেনা ওরা তবু যেন মেলে সৈনিকের দলে
কেবা আছে রুখে দামাল বীর আছে যত বুকে
সত্যের বানী  মুক্তির তুলি যত ছবি এঁকে
মনবল তার এগিয়ে চলে নাহি দমে সেই তরী
বিশ্বের বুকে উড়ায়ে নিশান লাল-সবুজের পরী
তাজের শক্তি  জাতির নৌয়ে ধরেছে হাল যেয়ে
এনেছে আলো তেড়েছে কাল জেগেছে মাকে লয়ে
বীর বাঙ্গালীর গহিনে তাই  কাপাসিয়ার ছেলে
যদিও ওরা নিভেছে  তারে তবু নাহি  পারে
আদর্শ্ যত অবদান তার অবিন্শ্বর সুরে
আজও জাগে জগত বুকে মায়ের আচল উড়ে
ঐ দেখ চেয়ে ঐপার হতে তাজের কণ্ঠ বলে
রুখরে ওদের বাঁচা তরুণ জাগরে আরেকবার
যুবক যত আলো তোদের আগামীর অহংকার ।
যাসনা হেরে আনরে ফিরে সত্যের বানী গেয়ে
আজিকার ওরা শক্তি তোদের সকল বাধা জয়ে ।
মুক্তি যুদ্ধের অমর বাহক ওরাই একদিন হয়ে ।
আগামীর ভিত্তি গড়বে তারা ভ্রান্ত যত ক্ষয়ে ।
তাজের আলোয় গারে জাতি অন্তঃ হৃদয় প্রাণে
সোনার বাংলা ভালবাসি মায়ের মত জেনে ।
তাজের কন্ঠ আজও বাজে দেশ প্রেমিক জনে ।
------------------------------