কি দেখি- কি বলি- কি করি লালন !
চারিদিকে হৈ চৈ নাহি হই আপন ।
গর্জে ওঠি ভ্রান্ত পথে করি জাতি দহন
ছল বলে কৌশলে সত্য করি গোপন
শত্রু পক্ষে সখ্য গড়ে  করি অধঃপতন !
সদা দেখি অকৃজ্ঞ জাতির অন্তঃকরণ
অন্ধ মোহে সত্য লুকে মিথ্যা করি পালন
যুদ্ধে পাওয়া সোনার বাংলা নাহি করি যতন
চাই চাই ক্ষমতা চাই মায়ে যখন তখন
রাজাকার-স্বৈরাচার কিসের বিভাজন ?
মুখ্য তরে ক্ষমতা আমার -ওহে জাতির জন
চাউর করি শ্রেষ্ঠ আমি নহে কেহ সমান
মিথ্যা বুলি তন্ত্র নামে করি স্বৈর সমন
অন্যের যা ভাল গুলো করি তা ধমন
কি দেখি - কি বলি -কি করি রোপন !
আজব দেশের আজব মানুষ দলের মন্ত্রে গঠন !
মায়ের বুকে চড়ে জাতি সত্য করি ছেদন ।
ক্ষমতার মোহে অর্থ্ লোভে ওদের করি গ্রহণ ।
কি দেখি  কি বলি কি করি বারণ !
সখ্য গড়ি যেথায় সেথায় ছিনি মায়ের ধন
স্বাধীনতা সেকি আমার- লাল সবুজের মান ?
কে দিবে উত্তর তার-ওহে জাতির বুদ্ধিমান !!
কি দেখি-  কি বলি -কি করি আহবান
ফিরে আয়  মায়ের বুকে লাল সবুজের প্রাণ
শত্রু ওরা- হীন ওরা- নহে রাখে ইমান
রক্তে পাওয়া তোর মা বিধির সেরা দান ।
ঐক্য মতের ভিত্তি গড়ে রাখ দেশের মান ।
অন্ধ পথে ভ্রান্ত মত দেয়নি হাদিস কোরআন।
রুখে দে তাড়া ওদের রাখরে অবদান ।
--------------------