শ্রদ্ধা কর গুরুজনে অবনত শিরে
ভালবাস ছোট জনে শত ঘৃণা ছেড়ে।
রোজ রোজ জাগ তুমি নৈতিক শিক্ষা নিয়ে
বিদ্যা আলয় গড় জীবন যত বাঁধা জয়ে ।
আজকের তুমি জাতির স্বপ্নে হবে  যদি বড়
তোমার তরে হাসবে সদা দিবা নিশি ভোর !
তুমি যুবা ত্যাজি আলো উক্তাল মেঘে ঝড়
ভুবন কোলে শক্তি তোমার ঐ ছুটে দুর ।
থমকে নহে আঁধার পথে আলো দিয়ে উড়
তুমিই পার হতে ওগো জাতির সেরা বীর ।
কে বলেছে তোমার কর্মে আসবে ভ্রান্ত ফিরে ?
তুমিই জ্ঞাণী তু্মিই সঠিক তুমিই উধর্ব্ শিরে ।
ঐ যাবেনা ভ্রান্ত পথে মায়ের রক্ত ঝরে
জাগিয়ে তুল ভিতর রবি ক্ষণিক প্রাণ ঘিরে ।
আজকের তুমি বিজয়ী নিশান আগাম স্বপ্ন বুঁনে
দুমড়ে দাও মুছড়ে দাও দুষ্ট যত ভীড়ে
জীবন গঙ্গায় ভীড়াও তরী শান্ত জলের তীরে ।
উড়াও পাল মায়ের বুকে অশনী ঐ তেড়ে ।
হৃদয় মন্দির জ্বালাও আলো জ্ঞান অশ্ব চড়ে ।
            -----------