বন্ধু তোমার সে-ই হবে
তোমায় চিনেছে ।
বিপদে স্বার্থ্ ভুলে সাথে রয়েছে ।
এগিয়ে তোমার ভঙ্গুর নায়ে শক্তি দিয়েছে ।
যায়নি ফেলে সঙ্গ দিয়ে আপন ভেবেছে ।
কর্মে তোমার সুবাস দিয়ে পাঁপড়ি মেলেছে ।
বুক উঁচিয়ে আগলে তোমায় রক্ষা করেছে ।
আঁধারে ঐ ডানা মেলে ভুবন ঘুরেছে ।
যায়নি কভু আঁধার পথে আলো ছুঁড়েছে ।
তোমার –দুঃখে অন্তঃ চিত্তে ব্যথা বুঝেছে ।
হিংসা ভুলে কর্মে তোমার  পাল তুলেছে ।
সন্ধি ফুলে তোমায় নিয়ে মালা গেঁথেছে ।
ভালবেসে তোমায় নিয়ে স্বপ্নে উড়েছে ।
পেয়েছো কি ভাব যারে বন্ধু হয়েছে ?
ভাল – মন্দ সকল বেলায় কাজে এসেছে ।
দিবা-নিশির ঘুর্ণি ক্ষণে সদা জেগেছে ।
          ------------