হে পথিক-
তোমাকে যেতে হবে অনেক দুর !
অচেনা পথ এঁকে-বেঁকে চলা উচঁ নীচু পাহাড়ের টিলে …
খরা বৃষ্টি গহিন বনে হিংস্র দানবের ছলে।
হে পথিক-
পিছু পিছু তোমায় কেন যেন ডাকে ?
আয় ফিরে আয়  ভিতু মনে ঢুকে
বিরামহীন ভাবে শিহরিত করে-
আছে যত লোমের লুকায়িত কাঁটা !
কঠিন পথে আরো কত  বাধা !
হে পথিক-
স্রোতের বানে  খালে-বিলে ভরা
অথৈ জলে তুমি যাও ভেসে অজানা জয়ে !
বেয়ে যাও দাড় উত্তাল ঢেঁউয়ে কান্ডাড়ী হয়ে ।
নাহি থাম তুমি বিপদের ভয়ে ।
হে পথিক—
গোধুলীর আগে যাও তুমি পৌঁছে বিজয়ের তীরে
বীর বেশে  তুমি এসো ফিরে
তোমারই মায়ের নীড়ে ।
হে পথিক –
উপমা তুমি এনেছো সবের নাহি কিছু পরাজয়
যা কিছু পেলে কর্মের ফলে
করেছো সাধনার জয় ।
ধন্য ওগো তোমায় পেয়ে হয়েছে দুর ভয় !
.----------