আমি কি বাঙ্গালী ? নাকি বাংলাদেশী ?
আমি কি স্বাধীন ? নাকি পরাধীন ?
আজও কি জেনেছি তাহা ?
নাকি ছুটেছি ঐ দোসরের পথ ধরি ?
উত্তর কি খুজেছি কভূ ?
কে দিয়েছে আমার স্বাধীনতা ?
কিবা উড়াই ঐ লাল সবুজ পতাকা !
বুক চিরে ওঠাই হুঙ্কার,  গর্জে ওঠি স্বপ্লীন স্পৃহায়
গেয়ে ওঠি সোনার বাংলা” আমি তোমায় ভালবাসি”
সেই এক রক্ত ঝরানো ইতিহাস – মুজিবের আহবান!!
ত্রিশ লক্ষ শহীদের জীবন দানে গাজীর অবদান ।
ভুবন কোলে বাংলাদেশ চির উদিয়মান ।
তবে কেন ?
বিষাক্ত সর্পের হিংস্র ছোবল নিচ্ছে কেড়ে তাজা প্রাণ ।
দিচ্ছে পুড়ে স্বাধীন নিশান গাইছে কতক দোসর গান ।
আনছে নেশা করছে দংশন ছুড়ছে যত ভ্রান্ত কামান
নিচ্ছে তোলে শিক্ষার আলো করছে ধবংস মায়ের সন্তান ।
কে দিবে উত্তর ?
ওরে  দোসর -ওরে কুলাঙ্গার-ওরে ভ্রান্ত
তোরাতো বড়ই লোভী-ষড়যন্ত্রকারী - মিথ্যবাদী…
ভুষণে কবিরাজ- তকমায় দয়াবান -পরউপকারী ,
অন্তিমে ভয়ানক !
ওরে, তোরা কি ভুলে গেছিস ?
তোদের পোষা সর্পের দংশনেই তোরা হবি শেষ !
ফিরবেই মূল মন্ত্রে  জাগরিত হবেই বাংলাদেশ ।
আমি বাংঙ্গালী- আমি বাংলাদেশী,
ভালবাসি সোনার বাংলা পরিশেষ ।
আগলে রব লাল সবুজে জাগব বীর বেশ ।
                     -----------