তুমি কে ? কখনও কি ভেবেছো?
কোথা থেকে এলে ! তোমার কাজইবা কি ?
কেউ কি আছে? নাকি এমনিই তোমার সৃষ্টি !
ওরে মানব - তুমি এসেছো ধরায় ঐ প্রভূর সায়
যিনি কিনা চায় নত শিরে দেখে তোমায় ।
চায়নিতো ফেরেস্তা !
হও সৃষ্টি তুমি ঐ অবিনশ্বর  অভিপ্রায় ।
তুমি যে উত্তম , তুমি যে শ্রেষ্ঠ-তারই সৃষ্টির মহিমায় ।
ভেবেছো কখনও?
তুমি নও তোমার -ফিরতে হবেই সেথায় ।
ক্ষণে ক্ষণে উড় তুমি, তাঁরই স্বপ্নীল ধরায় ।
অপরূপ সৃষ্টির ক্ষণিক মোহে যাও ভুলে…
তুমি যে আছো আগামীর পরীক্ষায় !
যাও যদি হেরে- তিনি যাবে ভুলে ঐ আগামীর দিনে.
নাই শক্তি হিসাবের দিনে, দাসত্ব নাও তুমি কিনে ।
তুমি দাস, তুমি গোলাম- নাই মুক্তি আমল বিনে ।
তাকওয়ার তরে পুঁজি নাও করে নবীর শিক্ষা গুনে ।
আমলের ফলে সেই তুমি আপন ঐ বিধাতারসানে ।
                    -------------