ছেলেটা ঐ হাসবে কবে ? আপন আলোয় এসে !
শক্তি প্রভু সেতো তুমি মায়ের আশায় ভেসে ।
ক্লান্তি ঐ ছোঁইনি আমায় তোমার উদ্দ্যেম দেখে
”মা” যে তোমার উড়িয়ে পাল কল্প ছবি এঁকে!!
ছেলেটি আমার ধরবে হাল জাতির ক্লান্তি কালে
সাধ যে আছে দেখব তোমায় শিক্ষা আলোর পালে !
আসবে বাধা নাহি দম সম্মুখ পানে চল ।
ভ্রান্ত ছুঁড়ে দাও যে দুরে জ্ঞানই শক্তি বল ।
কলম ধর অস্ত্র ছাড় শিক্ষার দিকে এসো..
স্বপ্ন পিতার মায়ের আশা দেশকে ভালবাস ।
ভাঙ্গবেনা ঐ বন্ধন শালা মৈত্রী পাখায় উড়
বুঝতে হবে জানতে হবে মাদক নেশা ছাড় ।
চতুর দিকে তোমায় ঘিরে-ওগো দামাল ছেলে
স্বার্থ্পর লোভীর চক্র খুশী তোমায় পেলে ।
দিবে বোমা ছুড়রে গোলা তুমি অকাল ঝরে !
সাবধান !
শত্রু ওরা ,বেইমান ওরা, তোমায় এমনি মারে।
সৎ সঙ্গে  সঙ্গ গড় যাও শিক্ষালযে.
জাতির ভেলায় উড়াও নিশান কান্ডারী তুমি হয়ে  ।
শিক্ষা নিজের শক্তি জাতির হাসবেই দেশ জয়ে ।
একতাই শক্তি ,সততাই মুক্তি যাবেই অন্তেঃ গেয়ে ।
হারবে না আর জিতবেই এবার - শত্রুরা সেই ভয়ে !!