তুমি বন্ধু, তুমি আলোর দিশারী- হে বই ,
কত যে অবহেলা না বুঝে ছুঁড়ে ফেলে দেই !
বলতো তুমি কে ? তুমি কি সেই?
কেনইবা এত বন্ধু বেশে  রও পাশে ?
সেই কাল হতে আজবদি যাও দিয়ে আলো..
নিরবে নিভৃতে উঠ জেগে কর দুর কালো ।
রও পাশে  মেলাও ডানা দেখাও ঐ দুর পথ !
আঁধারে উঠাও নিশান দাও আলো যত ।
অ্জ্ঞকে দেও শক্তি, অন্ধ জাতিকে কর মুক্তি
ধনে নও নত শিরে ছোট বড় কর চুক্তি ।
তুমি সেই আলোক রেখা ভুবন জয়ে পাও স্বীকৃতি
নাহি কেহ সম তোমার গড় অটুট সম্পৃতি ।
পরশে তোমার প্রেমিক যুগল জ্ঞান ধরায় উড়ে
ঘাত-প্রতিঘাত দাও ঠেলে -সে যে কত দুরে !
যুদ্ধ রণে কৌশল বুঁনে তুমি এনে দিলে ।
হবেই এবার আলোকিত,
আঁধার ভুবন তোমার ছোঁয়া পেলে ।
বই বন্ধু ,বই আলো- বই আর্শীবাদ হয়ে এলে!!
নাও আপন করে তারে তোমারই জীবন পালে ।
-     ------