আজতো গেল গত নাই আগামীটা কবে ?
সেই যে কত স্বপ্ন ছিল কাজটি আজই হবে !
করছি করছি একটু দাঁড়া এমনি সময় গেল,
শৈশব –কৌশর, যৌবন- বৃদ্ধ, জীবন চক্রে এল ।
কাজটি বাকী হয়নি আর করব করব বলে ।
আজতো সময় চলে যাবার ঐপারের দলে ।
কত ডাকি নাহি থামে আপন ধারায় চলে !
শক্তি তোমার ভঙ্গু নায়ে আলো নাহি পালে ।
জীবন তরী স্থবির পথে ক্লান্তি নেমে আসে
হায় আফসোস ইয়া নাফছি যবনিকায় এসে !!
নশ্বর ধরায় ক্ষণিক সময় পাবে তুমি ওগো,
দাও যে মূল্য কর্ম্ কর সঠিক সময় জাগো ।
নবীণ- প্রবীণ নয়তো বিধি কখন দিবে তাড়া !
পারবেনা আর থাকতে ভবে দিতেই হবে সাড়া ।
সময় তোমার মূল্য অতি “আজ” কে তুমি চিন
অতীত ভুলে সোপান গড় আগামীটা কিন ।
          -------------