আমার গাঁয়ে-
হবে কি সেই ছেলে ?
কথায় না বড় হয়ে কাজে হবে হালে !
করবে দুর ব্যর্থ্ যত অমানিশায় ছোঁলে ।
ভাঙ্গবে ঐ দুষ্টশালা প্রতিবাদীর ছলে ।
আনবেই বয়ে বিজয় নিশান
গাঁয়ের বন্ধন কোলে।
এগিয়ে যাবে ঐ  ছেলেটা জাতির ক্লান্তি কালে ।
ধন্য হবে গাঁয়ের ছেলে
নিজ কর্মের ফলে ।
হাসবে জাতি হাসবে মা হাসবে যখন ছেলে
নিপাত হবে আঁধার নেশা
আরো ইয়াবার দলে !
আনবে বয়ে আলোক রেখা শত আঁধার ফেলে
চালাবেই তরী উড়াবেই নিশান
জাতির স্বপ্নে পালে !
আমার গাঁয়ে -  হবে কি সেই ছেলে ?
কয় তোরা দেখরে সবে যাসনা তারে ভুলে
আজকের ছেলে আগামী দিনে আলোয় নিবে তুলে ।
তাকিয়ে জাতি তোর দিকে -ওগো গাঁয়ের ছেলে ।
সম্মুখ রণে এগিয়ে যাও দুষ্ট সঙ্গ ফেলে
ভ্রান্ত গুলি ছুঁড়ে দাও- হও সেই ছেলে ।