তোমার কোলে জন্মে মাগো
ধন্য আমি হলাম ।
গর্ব্ তুমি শ্রেষ্ঠ ”মা” আমার জম্ম ভুমি ।
মুক্তি যুদ্ধের লাল-সবুজে তুমি হলে দামী ।
সবুজ শ্যামল গায়ে তুমি টুকটুকে লাল হয়ে
ঐ গগণে উড়ছো তুমি মায়ের শক্তি নিয়ে ।
নাইতো কেহ  সম তোমার- ওগো মাতৃভূমি,
শক্তি তুমি গর্ব্  জাতির এমনি উড়নি !
রক্ত ঝরা লাল-সবুজে লক্ষ শহীদ -গাজী ।
সন্তান হারা ”মা” তুমি আগলে রাখ রোজই ।
যাওনি দমে উজার করে যাও যে ভালবেসে
না বুঝে ঐ তোমার বুকে কতক রয় ত্রাসে !
তবুও তুমি  উত্তাল ঢেঁউয়ে উঠ মুসকি হেসে ।
সন্তান ওরা ভান্ত্র পথে বিজয়ী প্রতীক পুড়ে
অত্যাচার আর নিপীড়ন ”মা” নাহি ধরে ।
মাতৃভুমি ভুবন আলো স্বাধীন চেতায় উড়ে
”মা”টি আমার শীতল ছায়া স্বপ্নীল হৃদয় জুড়ে ।
             ---------------