তোমায় নত শিরে অভিবাদন- হে রবি !
কি যে মোহে আজও ছুটি !
যাই এঁকে তোমারই তুলিতে  ছবি ।
সেই কবে  দিয়েছিলে আলো…
কত দুর ! তবুও চলা এথনও ঢের পথ বাকী !!
ভয় নেই !
ঐ দুর শক্তির আলো আজ যেন দেখি ।
সেতো কেউ নয়  আমারই প্রভাত রবি- জ্ঞানের রশ্মি
আঁধার ধরায় আলোকিত জোনাক – ঐ যায় উড়ে !
শক্তি যোগায় আমারই চলার পথে- হে জ্ঞান জ্যোতি ।
তুমিতো সেই অতি নিকটে আমারই আলোক বর্তিকা !
অমানিশায় নওতো কবি !
যখন দেখি তুমি আজও জেগে উঠ !
সঙ্গী হও কবির জ্ঞান শুন্য ধরায়- স্বমহিমায় ।
উল্লাসিত হও তোমারই ছাত্রের সৃজন শীলতায় ।
সে কি! এক অপূর্ব্ মিলন মেলা জড়িয়ে শিক্ষক বুকে !!
ধন্য বিধাতা দিয়েছিল তোমায় জাতির অজ্ঞ যুগে ।
তুমি শিক্ষক, তুমি জাতির বিবেক. তুমি আমৃত্যু আলো…
তোমারই জ্যোতি ঐ দুর ছড়িয়ে নেয় কেড়ে যত কালো ।
          ------------