মিনতি করি ঐ প্রভুর সানে
যিনি উর্ধ্বে যিনি মহিয়ান যিনি অধিপতি জ্ঞানে ।
মাধ্যম সেই পিতা-মাতা ভবে দিয়েছে  এনে ।
আগলে জীবন করেছে বড় হয়নি ওদের ছাড়া ।
প্রভাতী বেলায় দিয়েছে কিরণ নিজকে ভুলে যারা
উদ্দ্যেম নিয়ে ভেবেছে ওরা করেছে জীবন বুড়া..
শক্তিহিনা দাঁড়িয়ে ঐ যবনিকায় আজ খাঁড়া ।
গোধুলী বেলায় সন্তান সেই - দেওগো প্রভু সাড়া !
আমার ”পিতা” আমার ”মা” অতুলনীয় তাঁরা
অন্তঃচিত্তে গাই যে সেই - তোমার দেওয়া ছড়া !
অকুর রাব্বির হামহুমা কামা রাব্বি ইয়ানি সগিরা .
করিও লালন ধরিও হাল ওদেরই ক্রান্তি কালে
রেখেছিল ওরা  যেমনি আমায়  আঁচল ছায়ার কোলে ।
ওদেরই ছোঁয়ায় আলো নিয়ে আজ-
দাঁড়িয়েছি এই হালে ।
দেখেছি ভুবন করেছি জয় ওদেরই পাখা মেলে ।
নাহি হবে শেষ জয়গান ওদের- ওগো প্রিয় প্রভু
করি যে মিনতি দিও প্রতিদান ঠকিওনা কভু !
তুমি যে ঐ- নাও কর আপন করিয়াছি সমার্প্ন ।
নাও কোলে ওদের –
দাও এনে আলো করিও স্বর্গীয় দান  – হে মহিয়ান ।
             -------