ঐ যে ওরা বেজায় তেড়ে
আসছে  নিতে কেড়ে ।
দেয়না ওরা বলতে আমায় বাংলা ভাষা মুখে
উর্দুই হবে রাষ্ট ভাষা উল্লাসের ঐ সুখে
নিষেধ জারি ছুঁড়ে গুলি দামাল ছেলের বুকে ।
পাক হায়েনা নাহি বুঝে
বাঙ্গালী নয় শোকে !!
বীর সেনানী নজোয়ান হারেনি শত দুঃখে
ভেঙ্গেছে ঐ  প্রাচীর যত
গিয়েছে সম্মুখ দিকে ।
তুলেছে শ্লোগান দিতেই হবে রাষ্ট ভাষায় এঁকে
উর্দু নহে বাংলাই- চায় যে সকল লোকে।
বীর দর্পে বিলিয়ে প্রাণ করেনি ভাষা ফিকে
ছালাম বরকত রফিক জাব্বার আরো কত জনে !
দিয়েছে এনে বাংলা ভাষা তোমার আমার প্রাণে ।
”সোনার বাংলা” আজও গেয়ে ওদের অবদানে ।
শহীদ মিনার ভাষা দিবস মায়ের অমরগানে ।
বাহান্নর সেই একুশ আজ চির অগ্রপানে ।
         ---------