তুমি নেতা -তুমি কান্ডারী -তুমি আলো
কর দূর আঁধার দাও এনে  ভাল ।
শক্তি যোগাও ধর হাল ঐ যত নিচু
তাকিয়ে ওরা তোমার পানে যায় না ছেড়ে পিছু !
তুমি সমাজপতি নাও কাছে  দাও কিছু ।
সম্মুখ রণে গর্জে উঠ আগলে রাখ অকোতভয়ে !
মিথ্যে না হয়ে অগ্রপানে -ছুট ঐ সত্যের জয়ে
লোভের উর্ধ্বে থেকে নিচুর তরে যাও তুমি ধেয়ে ।
শত বাঁধায় নাহি দম মুক্তি দাও যেয়ে
তুমি হারনা তুমি ভুল না দাও বিলিয়ে
নিচু স্তরের অধিকার ঐ তোমার দিকে চেয়ে।
তুমি সেবক -তুমি অদম্য -তুমি বুক উঁচিয়ে
ছুট ঐ শক্ত হাতে আগামীর স্বপ্ন নিয়ে ।
তুমি নত শিরে নও -উর্ধ্ব শিরে হও আগোয়ান
রক্ষা কর সবের অধিকার গাও সাম্যের গান ।
তুমি দিকপাল -নিজকে ভুলে -পর জয়ে হও বলিদান ।
তুমি উমরের প্রতিচ্ছতি- লও দীক্ষা- ছুঁড়ো শয়তান
শাসনের তাবু তলে- নাও আলো- কর দুষ্টের দমন ।
তুমি  সংগ্রামী- যুদ্ধের রণ বীর -তুমি দীপ্তমান ।
তুমি নেতা- তুমি পদ প্রদর্শক- জাতিকে দাও সম্মান ।
ঝরেও তুমি উঠ জেগে  নাহি চাও প্রতিদান ।
তুমিই নেতা- তুমিই অভিাবক -তুমিই চির উদিয়মান ।