প্রভাতী ক্ষণে কি এক ধবনি বাজল কানে কানে-
নেই তুমি আর আসবে ফিরে মায়ের আকৃতি শুনে !
রেখে গেছোঐ স্বপ্নীল স্মৃতি হৃদয়ের অগ্রপানে
বেসে গেছো ভাল  ভেদ যত ভুলে বঙ্গ তাজের গানে
করনি আপোষ  বিদ্রোহী তটে লাল-সবুজের টানে
জেগেছো সদা স্বাধীকার ভ্রতে গণতন্ত্র মেনে
দমনি কভূ অশূভ তরে অধিকার আদায় রণে ।
কৈশোর যুবক বৃদ্ধবদি রেখেছো সদা প্রাণে
মায়ের  ছেলে গর্ব্ তুমি উড়তে আলোক জ্ঞানে ।
নেই তুমি আর  –তবু আছ - তোমারই সৃজন কোঠায়
অমরত্ব সেই তোমার স্মৃতি যাবেই সুবাস ছড়ায়
কে আছে বল ?
মুছে তোমায় বাংলা মায়ের ছায়ায়!
তুমিতো সেই সাহসী বীর  অভিন সূত্র ধারায়..
অসাম্প্রদায়িক মুক্ত ধারার চির সত্য পাতায় ।
বারে বারে আসবে ফিরে আপন কর্ম্ ধরায়
চেতনা তোমার গাঁথব মনে মুক্তি যুদ্ধের সুরে
স্বপ্ন তোমার তুলব জেগে বাংলা মায়ে উড়ে ।
আ,স,ম হান্নান শাহ - নহে তুমি দূরে ।
বিদায় তোমার বিদায় নহে নশ্বর ভুবন জুড়ে
কৃর্ত্তি তোমার অমর রবে কাপাসিয়ার ছেলে
গাজীপুরের ধন তুমি লাল-সবুজের দলে।
বিদায় তোমার বিদায় নহে -ওগো ”হান্নান শাহ”।
ঐ জগতে শান্তি দিক মহান আল্লাহ।
আমীন আমীন পানা চাই তোমার পক্ষ হতে
দুর হউক আঁধার যত ঐ কঠিন পথে ।
আ, স, ম হান্নান শাহ নহে তোমায় ভুলে
সত্য পথে মুক্তি ভ্রতে থাকবে তুমি ফুলে ।
----------------------