কালের সাক্ষী ঠাঁই দাঁড়িয়ে বিজয়ের মাল্য পড়ে
স্মৃতি সৌধের নামটি ধরে বাংলা মায়ে উড়ে ।
ডাকছে ঐ উঁচৃ শিরে ইতিহাস নিয়ে তোরে
নিত্য জাগে নবীণ প্রাণে দিবা নিশি ভোরে ।


প্রেরণার ভ্রতে জম্মটি তার বিজয়ের উৎস হয়ে
স্মৃতি সৌধ ঐ  ছুটেছে স্মৃতির বাহক হয়ে ।
বাঙ্গালী সেই বীরের জাতি যায়নি কভূ নূয়ে
ধরেছে হাল তুলেছে পাল শত বাধা জয়ে ।


আজিকার নবীণ দেখতে তোরা আঁখির পাতা মেলে
ঐ দাঁড়িয়ে স্মৃতি সৌধ বিজয়ের কথা বলে !
পশ্চাতে সে  মেলেছে ডানা রক্তিম ফুলে ফুলে ।
ছিনেছে বিজয় সপ্ত ধাপে লাল-সবুজের কোলে ।


প্রভাতী বেলায় মুখের ভাষা এনেছে জাতি ছিনে
যুক্ত ফ্রন্টের নির্বাচনে জেগেছে বিজয় বুঁনে
স্বৈর তন্ত্রের নিপাত ভ্রতে সামরিক উত্তাল রণে
প্রতিবাদ মুখর  বাঙ্গালী ঐ শিক্ষা কমিশনে


হয়নি নত উর্ধ্ব শিরে গণ আন্দোলনে
মায়ের ছেলে বুক উঁচিয়ে সত্তর নির্বাচনে
দেয়নি ওরা দমেনি কভূ পিতার আহবানে
একাত্তরের যুদ্ধ রণে চুড়ান্ত বিজয় এনে ।


বাংলা মায়ের সাভার বুকে -ঐ যে  স্মৃতি সৌধে
বিজয় ধ্বনি আজও বাজে তারই সপ্ত কাঁধে ।
৫২,৫৪,৫৮ ঐ ৬২ পথ ধরে
৬৯, ৭০ লয়ে ৭১ উড়ে ।
আয়রে নবীণ আয়রে প্রবীণ জাগি নতুন করে
বাঙ্গালীর ঐ সৃজন ভিত্তি নাইবা দেই ছুড়ে ।
স্মৃতি সৌধ ডাকছে তোরে সোনার বাংলা সুরে
          --------