আর কত দুর পাব- ওহে বঙ্গ জননী
পশ্চাতে তোমার কত -যে গড়নি কত -যে বীরত্ব গাঁথনি
আচঁলে তুমি লাল সবুজ গায়ে বিপ্লবী দুর্বার ধবনি
রণ তীরে ঐ গর্জিত হুঙ্কার মহা মানবের কাব্য শুনি
পিছ ঢালা রাস্তায় মেঠো পথে পথে কত রূপে স্মরনী
ওহে ভাগ্যবতী - ওহে রমমী-ওহে জননী ।
রক্তে পাওয়া সৃষ্ট তুমি কঠিন পথে কভূ থামনি ।
আর কত দুর পাব- ওহে বঙ্গ জননী
জম্মেছে তোমার কোলে-ঐ সোনামণি সোনার ছেলে
শপথ ওদের হবেনা হার, হবেনা নতজানু অসুরের দলে
বুকে তোমার শিক্ষিত মেয়ে নাহি দমে কভু অধিকার ভ্রতে
তবে কিসের ভয় হে-বঙ্গ জননী -আগামী গড়ার পথে ?
আর কত দুর পাব- ওহে বঙ্গ জননী
ওহে জননী, যেতে হবে তোমায় ঐ দুর জয়ে রণ তরী বেয়ে
কে হবে মাঝি ?
নিয় যাবে তোমায় যত দুর পারে শত বাধা জয়ে
উত্তাল ঢেউয়ে ধরবে হাল গড়বে মিলনের সেতু-
বিজয়ের অবয়বে গ্রাম গঞ্জ শহরে ।
জ্বালাবে আলো জ্ঞানের গহিন আগামীর পথ ধরে ।
আর কত দুর পাব- ওহে বঙ্গ জননী
চিনিবে যদি তারে বলে দাও আমায় -কে হবে ঐ কান্ডারী ?
একটু ভুলে না যেন হয়, না যেন ডুবে বাংলার তরী ।
তুমি উদার- তুমি মায়াবী -তুমি ইস্পাত কঠিন তরবারী ।
পথ দেখাও গড়ি যেন তোমায় বাস যোগ্যের মত করি
প্রেমের বন্ধনে সবে যেন উড়ি তোমারই আচল ধরি ।
আর কত দুর পাব- ওহে বঙ্গ জননী ?
----------------------