প্রতিবাদীর কণ্ঠে বাজে হুঙ্কারের ঐ ধ্বনি
বাঁচাও বাঁচাও আর কত কাল এমনি যাব শুনি
দেখছি তোরা মুখোশধরী ওদের দোসর জ্ঞাণী
উল্টো মতের বিরোধ করে আনস জাতির গ্লাণী ।


নিকটেই তোর পচা গন্ধ অথৈ জলে  টিলা
পাইনা খুজে ডাসবিনে ঐ রাস্তা গায়ে ফেলা ।
জনতার ঐ স্বার্থ্ সিদ্ধে হয়নি কভূ বলা
অন্য মতের বিরোধ করে তোদের নিত্য চলা ।


তথ্য নাহি জাগাস তোরা শুভ্র আলোয় এসে
গহিন বনে গর্জে ওঠস জন স্বার্থ্ ধসে
পশ্চাতে তোর নগ্ন গ্লাণী আঁধার মেঘে ভেসে
বাঁচাও বাঁচাও মিথ্যে বুলি বলিস তোরা দেশে ।


আর কত কাল বলবি তোরা গেল গেল ঐ
এইটা হলে ঐ টা যাবে পরের স্বার্থে ভাই
দিবস শেষে বাংলা  মায়ে গোয়াল শূন্য পাই
গর্জে ওঠস যখন তখন জন স্বার্থে নাই ।


সাধুবাদ ঐ পাবি তোরা সঠিক সত্য জেনে
যদি তোরা গর্জে ওঠস অধিকার যত বুঁনে।
অতীত তোদের মিথ্যে ভরা কেমনে যাই শুনে ?
চাটুকদারী তাবেদারী তোদের স্বার্থ্ মনে ।


রাখিস মনে বাঙ্গালী ঐ বিজয় ছিনে রণে
পশ্চাতমূখী হবেনা কভূ তোদের গর্জণে
জাতিতে মোরা উঁচু শিরে অধিকার অর্জনে
আর কত কাল বলবি তোরা সত্য বর্জনে।


যেথায় সেথায় না বুজে ভাই খুলব নাহি ছাতা
আর কত কাল বলবি তোরা ঝরছে সবুজ পাতা ?
তোদের বাণী তোদের থাক ছুটছে রক্তিম মাতা
আর কত কাল বলবি তোরা জন স্বার্থের নেতা ?
        --------------------