মধুর তালে বেজে ওঠাও স্বরে -” আমার সোনার বাংলা -আমি তোমায় ভালাবাসি”
অবিনশ্বর বাণী কবির কবিতায় অমীত সুরের বাঁশি ।
কোকিলে কহু কহু তানে মুখরিত গানে শিমুল পলাশে
পাক পাখালির ঝাপটানো ডানা -ঐ দুর আকাশে
রণাঙ্গনে বীর সেনানী দেশ প্রেমিক কৃষাণ কৃষাণী
কবি সাহিত্যিক বুদ্ধিজীবি আরো কত গড়নি
তোমার বক্ষে বৃক্ষ তরুলতা নদী নালা খালে বিলে
কত রূপের পথ ধরে- হে বঙ্গ জননী ।
মন গগণে অবনত শিরে বিদ্রোহী কবির রণ তরবারি  
আজও  ডেকে যায় শত্রু বশে বিজয়ের অগ্রপানে ।
কলমের তুলিতে বিশ্ব কবির কালজয়ী অমর রূপসী বাংলা ..
শৈলীর ঝলকে শব্দের অবয়বে  নত শিরে তোমায়
আমার সোনার বাংলা- আমি তোমায় ভালবাসি – হে বঙ্গ জননী ।
কত রক্তে -কত প্রাণে -সৃজনে তুমি -বিদ্রোহী দমনে-লাল সবুজে
দুঃখ হয় বটে যখন দেখি - তোমার বক্ষে কত শত অবুঝে !!
কৃপনতায় বধির কর্ণে আঁখি তার বুজে
গায়না অন্তেঃ –”আমার সোনার বাংলা আমি -তোমায় ভালবাসি” ।
অজ্ঞাতসারে কিংবা বিদ্রোহীর তালে দোসরের গানে গানে
অফিস আদালত শিক্ষালয়ে কত যে আছে মাকে ধরে টানে ।
ওরা কি আদৌ ভালবাসে মাকে?
নাকি ছলনার বাঁকে কুট কৌশল আঁকে !!
ওহে বাঙ্গালী,
যদি ভালবেসেই থাক -সম স্বরে গাও -–”আমার সোনার বাংলা -আমি তোমায় ভালবাসি”
-----------------------