রক্ত স্রোতে ভাসছে প্রাণ হিংস্র মানব তীর
তনু মনু নার্গিস- বাংলার নারী -নর ।
ইজ্জত লুটে অস্ত্র হাতে ছিন্ন ভিন্ন শির
কুলাঙ্গার ঐ ক্ষমতাধারী অস্রহাতে বীর
আশ্রয়কারীর আজ্ঞাবহে দলের ছায়া নীড়
মারছে সে যে রক্ত ঝরে তবুও সবে স্থির !
শ্রেষ্ঠ মানব হারায়ে  প্রেম অন্ধ কানা বধির
বুক উচিয়ে নর ঘাতক করছে কত নিথর
অভয় চিত্তে ছুটছে তারা
পুড়ছে আঁচল মায়ের !!
কে দিল ঐ সাহস ওদের
গোলা বারুদ অস্ত্রের ?
না যেন আর অকাল ঝরে কোন প্রাণ বোনের
জাগরে তোরা সেবক যত গারে একই সুর
হারবে ওরা জিতব সবে করব ওদের দুর
দেরে অভয়- থাকতে দে- হঠিয়ে যত অসুর
সাম্যের বোঁটায় ফুটরে তোরা তুলরে ঘুর্ণি ঝড় !
কউরে তোরা আইনের ধারক নেরে ওদের ভিতর
ভাঙ্গরে ওদের দুষ্ট শালা তাড়া যত ইতর
তোদের দোসর করছেটা কি
লাল- সবুজের গতর ?
নিচ্ছে কেড়ে অস্ত্র হাতে সৌরভ সুবাস পাঁপড়ির
বিচারহিনে মলিন তোদের লাল সবুজের চাদর ।
রক্ত স্রোতে ভাসছে প্রাণ কেউ খুলে না দ্বার !!
কয়রে জাতি গর্জে ওঠ নেরে হাতিয়ার
ভয় নেই তোদের ফিরে আয় জেনে একাত্তর ।
           -----------