আজ জনতার ফাঁসি


কালো মেঘে ঢাকা পূর্ণিমা তোর ঝিলমিল জল রাশি ।
বিবেকহীন তোর আলোহীনা পথ এলোমেলো যত হাসি
চলমান ধারার  উত্তাল সফেন কম্পিত বিষাদ বাঁশি ।
ধরণীর বুকে প্রদীপে আঁধার  অচেনা আজ রশ্মি ।
আপন স্বার্থ্ থমকে দিস আলোক তরী আসি !
ভুলে যাস তুই সুর্য্ গুনে আজিকার তুই শশী
ডুবে দেস  সেই  প্রেমের পরশ  অর্থে জলে ভাসি ।
নেসনা চিনে ‍মূল তোর সেই-  মায়ের সেবক দাসী !
পথ  হারায়ে তরীর মাঝি বধির কানা ঐশী।
মিথ্যে দম্ভে- মিথ্যে গর্জে  -আজ জনতার ফাঁসি ।
           -----------