জম্ম তোমার মুক্তি তরে জাগাও বঙ্গ প্রাণ
সমর রণে বিজয়ী ধ্বনি জয় বাংলা গান ।
তাজের প্রাণে  বঙ্গ বহে রক্ত স্রোতের স্মান
বঙ্গ বন্ধুর আঙ্গুলি ঐ আলোক পথের দান ।


আওয়ামী লীগের বৃক্ষ শাখে সৃজন কত ফুল
সংগ্রাম রণে হঠিয়ে দোসর জাগে মায়ের কোল ।
দমেনা কভূ শুত্রু ভয়ে দেখরে নবীণ বল
ঐতিহ্যে ভরা মুক্তির বাহক তাজউদ্দিনের দল ।


রক্ত ঝড়া  বঙ্গ তটে অনুভূতির নাম ”
আওয়ামী লীগ ঐ- ষড় হঠে দিয়েছে মায়ের দাম
স্বাধীকার ভ্রতে জেগেছে সদা হয়নি কভূ নম
ঘাত প্রতিঘাত জীবন দানে তোদের প্রিয়তম
শহীদ গাজী লাল-সবুজে সবের উর্ধ্বতম ।
বঙ্গ বন্ধু বঙ্গ তাজের রক্ত ঝরা জান
স্বাধীন বাংলায় আওয়ামী লীগের শ্রেষ্ঠ অবদান ।
গারে তোরা মু্ক্তির সুরে জয় বাংলার গান ।


বঙ্গ তাজের বঙ্গ তটে সৌরভ  সোহেল তাজ
পরীক্ষিত মায়ের কোলে সত্য রাজ্যের রাজ ।
ফোটাও তারে তোমার দ্বারে হবে দেশের কাজ
চিনতে হবে নৌকার পালে কারা ঘুটি বাজ  !
আপন আলোয় সোহেল তাজ বাংলা মায়ের তাজ ।
ফিরাও তারে তোমার কোলে ভেঙ্গে যত লাজ ।
আগামী স্বপ্নের আলোক বাতি দেথতে তুমি আজ ।
   ------------------