রুখে দাঁড়া বাংলাদেশ - গর্জে ওঠ বাংলাদেশ
কেবা হিন্দু কেবা মুসলিম চাইনা বিভেদ চাইনা রেশ
আমরা  শক্তি আমরা বল চাই  যে গড়ি সোনার দেশ
গুরু লঘু যে ভেবেছে কররে ওদের নিপাত বেশ ।
          


হিন্দু মুসলিম আয়রে তোরা- ভাঙ্গরে যত দুষ্ট শালা
কিসের ভয়ে আজরে তোরা -বাঙ্গালীর  ঐ  শ্রেষ্ঠ পোলা ?
সম্প্রীতি সেই শক্তি তোদের - ছুড়রে আজই মুক্তি গোলা
যুদ্ধে পাওয়া মায়ের বুকে- আজও ঐ নিশান তোলা ।


জাগরে হিন্দু- জাগরে খ্রীষ্টান-জাগরে মুসলমান
অভিন রক্তে সৃষ্টি তোরা-  একই প্রভূর দান ।
কে বলেছে নত তোরা -জাগরে আরেকবার!
বিধান  সম ক্ষণিক ভবে সৃষ্টি যত তার ।
        
যে মেনেছে বদলা পাবে প্রভূর পক্ষ হতে
দেয়নি কভূ তোদের হাতে বিচার নিত্তি তোলে ।
ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে সবাই প্রভূর জালে ।
তোরই কর্ম্ তোরই হবে ঐ বিচার দিনে ।


পারিবা ছাড় অন্যায় হলে ধর্মের গান গেয়ে
প্রভূর প্রিয় আয়রে ফিরে মানব প্রেম জয়ে ।
শান্তির বিধান ধর্ম্ দিয়ে ছেড়েছে তোরে ভবে
না মেনে ঐ মানব তুই- মুক্তি পাবি কবে ?


উল্টো ধর্মের পথিক  হলে তিনিই নিবে চিনে
দেরে দাওয়াত ভুবন বুকে সাম্যের গান বুঁনে
রুখে দাঁড়া বাংলাদেশ যাসনা ওদের শুনে
ওরাই কালো তোরাই আলো রাখরে হৃদয় কোনে ।
--------------------------