ঐ যেন আজ বিষা্ক্ত শুল নগ্ন ফুলে ফুলে..
দমে নাহি  বিঁধায়ে তবে তৃপ্ত  সুখ পালে ।
নগ্ন রূপের সুরসুরি গায় হুমড়ি খেয়ে পড়ে
ছিনে নেয় অমূল্য তার উত্তাল  রেণু কেড়ে।


দেখেছি ঐ মগডালে আজ পুস্পের রূপ ঝরা !
খুঁইয়েছে মালি যতনে গড়া আপনে স্বপন ন্যাড়া
নগ্ন ফুলে বিঁধেছে তাই ঘাতক শুলের ছোরা
উম্মাদনায় গিয়েছে হেরে নত শিরে আজ ধরা ।


জীবন বোটায় রূপসী তুমি রূপের ঝলক তোলে
যাচ্ছ বিলে ক্ষণিক সুখে  আপনার জগত ভুলে ।
অথচ  তোমার রূপের গহিন কত যে মূল্য লুকে !
নাইবা বুঝে যৌবিক মোহে আজিকায় তুমি শোকে ।


যৌবন স্রোতে ভাসিয়ে তুমি কিসের পরশ টানে ?
খুলেছো ছতর দিয়েছো সুবাস দুষ্টের গানে গানে ।
ভেবেছো কভূ -দিয়েছিা কি -ওদের শুলে শুলে ?
পুস্প আজ নগ্ন ডানায়  যেথায় সেথায় দোলে ।


পুষ্প তোমার প্রেমের সুবাস ছড়াও জগত পালে
রূপ যৌবন  আগলে রেখে  সজিব পাতা খুলে ।
কলি তুমি চাঁদরে ঢাকা ফোটবে ফোটবে বলে
ফিরেনা মৌ  পাশে তবু  শুভ্র আলোয় জ্বলে ।
---------------------------