নষ্ট করি জীবন আলো নিজকে নিজে পুড়ি
অন্ধ মতের  ভ্রান্ত পথে ন্যাংড়া পায়ে দৌড়ি ।
কোনটা ভাল কোনটা মন্দ যাচাই বিনে চলি !
যেই বলেছে হুমড়ি খেয়ে অজ্ঞ মানব গুলি ।


পৌঢ় যুবক বৃদ্ধ কতক মৌলের ডাক শুনি
শিকল পায়ে জ্ঞাণী গুনী সত্য পথের বাণী ।
শুনছে নাকি ঐপারেতে হুড় পরীর ধ্বনি ।
সেইনা বুজে যুবক ছেলে আনছে মরণ টানি ।


স্বার্থন্বেণী ডাকছে তোরে মরণ নেশার ফাঁদে
মুক্তির ছলে দিচ্ছে তুলে অস্ত্র বোমা কাঁধে !
মগজ ধোলাই নবীণ প্রাণে কুট কৌশল চালে
শান্তির পালে অশান্তি ঐ ধর্মের নাম বলে ।


মায়ের বুকে সোনার ছেলে অজ্ঞ জ্ঞানে  ছুটে
সতেজ প্রাণকে হত্যা করে  দোজখ অগ্নী তটে ।
আয় ফিরে আয় আলোর পথে  প্রেমের উৎস ঘেঁটে
ইসলাম ধর্মের শান্তি পালে নেইতো আঁধার মোটে ।


তন্ত্র মন্ত্র জঙ্গীবাদ  জীবন নাশের ধাপ
ভ্রান্ত মতের অগ্রিশিখা দুই কূলেরই পাপ ।
এই পথে নেইতো সেই  তোর কি লাভ?
ইসলাম ধর্মের  সত্য বাণী নয়তো অভিশাপ।
       --------------