কবির কবিতায় নেই তুমি সেই অমীত তালে তালে !
চারিদিকে যেন আঁধার ছায়া অশিনের ঢেঁউ তুলে!
কবির কবিতায় পথ হারা কত বাধাহীন যত ঢুকে
তর্জ্ণ গর্জ্ন উঁচু শিরে ঐ কবিতার বাঁকে বাঁকে ।
নাহি  লিখে তার শৈলী চরণ পঠকের বাণী বুজে
কবির ছন্দে নেই তুমি সেই মুক্ত ডানার সাজে ।
তুমি যে আজ  নত শিরে ঐ উপমা যত বাজে
জীবন রণে প্রেমহীনা বুকে গোধূলী রঙ্গ সাঁঝে ।
স্বার্থ্ মোহে কবিতা তুমি  যাও যে  তেড়ে তেড়ে
কত যে গল্প কত যে চরণ হিংস্র  মাল্য পড়ে !
কবির কবিতায় নেই তুমি সেই পাঠক যেমন চেয়ে
রক্তে পাওয়া কবির পাতায় তুমি যে আজ নূঁয়ে ।
কবির কবিতায়  ছন্দ পতন পথ ঘাট সবখানে
দেখেনি কভূ  দু’চোখ মেলে স্বপ্ন ভঙ্গ ক্ষণে।
জাগ হে কবি পিতার মন্ত্রে লাল-সবুজের কোলে
নইলে তুমি হেরেই যাবে আগামী গড়ার কালে ।
কবির কবিতায় নেই তুমি সেই আজিকার মহাকবি
মুক্ত গগণের কৃঞ্চ ছায়ায় লুকায়িত চাঁদ  রবি ।
তোমার কবিতায়  চাই যে দেখি অসাম্প্রাদিয়ক ছবি ।
অন্তঃমিলের ছন্দ তালে পাঠকের যত দাবী ।
  ----------------------