হাতে লাঠি হাতে দা রঞ্জিত কত গা
উঁচু শির দম্ভ স্বর নাই তার দেহ পা
বল বীর ঐ তীর
ধর মার চির চির !
ছুঁড় ছুঁড় গুলি ছুঁড় রক্তের হোলি চূড়মার
চোর চোর  ঐ চোর ছিনে নেয় যত মার
তন্ত্র মন্ত্র গণতন্ত্র সেই গেল নেই আর
শীষ শীষ কত বিষ বিদ্রোহ যত চোর
ধ্যান কত  দেশ প্রেম ভরা তরী রাজাকার ।
নীঁচু উচুঁ চাটুকার সৎ খানে হাহাকার
স্বৈরতন্ত্রে গণতন্ত্র হ্যাঁ না ভোটে কত দল
খুন গুম অত্যাচার শাসক গোষ্ঠির হালচাল
নাই নাই কেউ নাই ধরে হাল তোলে পাল ।
ঐ দেখ সেই পাল কেড়ে নেয় গরীব চাল ।
যেই যাই সেই পাই টাকা বিনে হয়না কাজ
মরি মরি দেই ছাড়ি আশাহত যত প্রাণ
নাই নাই কেউ নাই ধরে হাল মারে টান ।
শুন শুন তোরা শুন রূখে দাড়া ধর কান
ঐ চোর চাঁদাবাজ ঘুষগোড় বেইমান ।
নাই নাই ভয় নাই মায়ের যত সন্তান
শক্তি তোদের দেশ প্রেম আজই কর নতজান ।
----------------