ঐ দেখ ঐ দেখ ;ঝরা পাতা ন্যাড়া গাছ !
বুক তার মরু ভূমি ; আজ তার কত লাজ ।
হিংস্র রূপী বন দস্যু; ঘৃণ্য কাজে নগ্ন সাজ
বুক তার হাটু জল; খরা নদী জাগে চর
লঞ্চ ষ্টিমার নৌ যান ;জল শূন্য অতঃপর!
ভরা নদী খরা জল; নাহি দেখে কেহ আর
অগ্নি সিসা কালো ধোঁয়া ; পুড়ে তার বাস নীড়
ঐ দেখ ঐ দেখ; নতজানু বঙ্গ বীর !
ধিক ধিক যত শির ; ঘৃণা তব হীন শির ।
চল চল তোরা চল ; মার লাথি ভাঙ্গ তীর ।
আন আন অধিকার : গর্জে ওঠ আরেকবার
আর নয় আর নয় : চিনে নে চিনে নে
দেশ দ্রোহী দেশ দ্রোহী : শুক্র ওরা সবখানে
জাগ তোরা জাগ তোরা; চল চল অগ্রপানে
ঐ দেখ ঐ দেখ; রণ তরী- চলল চলল
মরু ভূমি খরা নদী- জাগল জাগল
ঐ দেখ ঐ দেখ; বন দস্যু - জল দস্যু-
হঠল হঠল ।
ঐক্যবদ্ধ বীরের জাতি: জিতল জিতল ।
ঐ দেখ ঐ দেখ; লাল-সবুজ  হাসল হাসল ।
        -------------