শিশির বিন্দু সোনালী রূপে সবুজ ঘাঁসে হেসে
তীব্র দহে সেই যে তুমি যাও যে তারে চষে ।
হয়নি দেখা তবুও তুমি যখন তখন এসে..
কল্প শাখে  যাও দুলিয়ে হৃদয় তীর ঘেঁষে
অদুরে তুমি পাহাড় টিলে বৃক্ষ তরুর মাঝে
ঝর্ণা ধারার প্রবাহে তুমি দীপ্ত যৌবন সাজে  ।
লজ্জবতীর লাজুক রাঙ্গে চুপি চুপি  খেলে
পথের ধূলো নগ্ন ছোঁয়ায় সৌরভ যত হেলে ।
গোধূলী আভায় চুপসে তুমি একাকী পথ চলে
গভীর নিশি জোনাক আলয় প্রেম ডানা মেলে ।
দেখনা কুভ দীপ্ত শিখায় কত যে তোমায় ছোঁয়ে
অহংকারে লজ্জাবতী তুমি যে আজ নূয়ে ।
     ---------------