মন মন্দিরের গহিন তীরে হঠাৎ এসে তুমি!
করেছো নোঙ্গার তুলেছো পাল গড়ছো প্রেম ভূমি ।
দীপ্ত ঘ্রাণে সেজেছো তুমি রঙিন ফুলে ফুলে
প্রেম শাখের সবুজ বোঁটে যৌবন পাল তোলে ।
শিল্পি শৈলীর পুলক ফ্রেমে
মিলন সুখের প্রেমে ।
কখনও নিশি কখনও দিবা লাজুক আঁখি মেলে
হৃদয়কাশে তারার ঝাঁকে রূপের ডানা খুলে ।
ঐ দুর কোথা হারিয়ে যাব সন্ধি দেহের বেশে
শিশির বিন্দুর সোনালী আভায় সিক্ত দহে মিশে ।
       ------------