গেল গেল সব গেল - নাহি খুঁজি তার তল
হারার আগে হেরে বসি মুর্খ্ আছে যত দল ।
ও বলেছে ও বলেছে তেড়ে রেগে ছুট পাল
কোনটা সত্য কোনটা মিথ্যে নাহি শুনি ধরি হাল
মানব প্রেম নাহি বুঝি ক্ষয় করি শক্তি বল
ধর ধর তারে ধর অসাম্প্রদায়িক ঢেউ তুল ।
নিজ ধর্মের শক্তি বল- ভাঙ্গুক ঐ দুষ্ট কূল
সংখ্যা গুরু সংখ্যা লঘু লাল সবুজের শান্ত কোল ।
গেল গেল সব গেল -ঐ তোরা চল চল
ভ্রান্ত এনে করছে পর -এই হল হাল চাল।
অজ্ঞ মূর্খ্ যত দল -সাম্প্রদায়িক আজকাল
অসাম্প্রদায়িক চেতনা মানব মুক্তির শান্তি কল ।
বাঙ্গালী -বাংলাদেশী  -ভিতর রাঙ্গা একই জল ।
           ----------------