বিজয় তুমি – উত্তাল রণের দুর্বার সূর্য্
মুক্তির তটে রঞ্জিত নোঙ্গর শক্তির বীর্য্।
বিজয় তুমি- দীপ্ত শপথের অদম্য সৃষ্টি
নব্য সাজে লাল সবুজের অপরূপা দৃষ্টি !
বিজয় তুমি –  বঞ্চিত গ্রহের চিরন্তন মুক্তি
উঁচু শিরে বিশ্ব বুকে মহা মিলনের চুক্তি ।
বিজয় তুমি- রঞ্জিত বক্ষে চেতনার শক্তি
একাত্তুরের গর্জিত হুঙ্কার মুক্তির কান্ডারী ।
বিজয় তুমি মুক্তি যুদ্ধের বজ্র কণ্ঠ
পিতার উত্তরসূরী অসুরের দন্ড ।
বিজয় তুমি- চিরন্তন শিখা শহীদ মিনার
মুক্তি যুদ্ধের বিমূর্ত্ প্রতীক
চেতনার স্মৃতি সৌধ
অপারজেয় বাংলা কিংবা জাগ্রত চৌরঙ্গী
কৃষ্ণ চূড়ায় লাল-সবুজে আবৃত
কাল জয়ী রবী ঠাকুরের অমর সৃষ্টি
আমার সোনার বাংলা- আমি তোমায় ভালবাসি ।
বিজয় তুমি- বিদ্রোহী নজরুলের রণ সঙ্গীত
সন্ধি মাল্যে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান- তৌহিদী মুসলমান
গীতা -বাইবেল- মুক্তির আলো হাদিস-কোরআন ।
বিজয় তুমি- আপোষহীন দহে  মুক্তির সোপান
আগামীর আলো চির নওজোয়ান ।
শিল্পির তুলিতে অংকিত লাল সবুজের চিত্র
কবির কল্পনায় রূপসীর বাংলার অগনিত কাব্য
বিজয় তুমি- দুর্বার প্রত্যয়ে সম্মুখ রণের সূত্র ।
বিজয় তুমি-
লাল-সবুজে অম্প্রাদায়িক চেতনার মন্ত্র ।
বিজয় তুমি  জাগ্রত -বিজয় তুমি উর্ধ্ব শির
বিজয় তুমি অশনি- বিজয় তুমি দুর্বার -বিজয় তুমি অঙ্গিকার ।
          -------------