দুপুর ক্লান্ত প্রহরে অপূর্ণ্ স্বাদে
অস্পরা স্বর্গীয় পরী তুমি
প্রবাল পাথরে ।
শিরহি গগণপানে অনন্ত নক্ষত্র লোকে
তোমার শঙ্খঘন্টা ধবনি
বিক্ষিপ্ত অভিসারে ।
প্রণয়ের আহবানে ,আদুল গায়ে
নীলাভ প্রেমের অসীম ভাবনায়
নির্মল ভালবাসায়–
স্বর্গীয় পরী তুমি
প্রতিদিন প্রাতঃরাশে অরণ্য বঙ্কলে
বিনিদ্র অনুরাগে অপূর্ণ্ স্বাদে ।
চুপিসারে বিকেলের অবেলায়
অভাগী রোদ্দুর দ্রোহের মিলনে ।
অপূর্ণ্ স্বাদে পরাস্ত আমি
অপ্রাপ্তির মনবেদনা অমোঘ নিয়তির
শীর্ণ্ পত্রে ।
তটনীর জল শূন্য তীরে
আনন্দের ফোয়ারা অপূর্ণ্ স্বাদে ।
---------------------