গর্জে উঠেছে ঐ - কবির কবিতা
সাম্যের উর্ধ্ব শিরে কাব্যের নির্মাতা ।
কবির সুরে বাজছে আজ বিদ্রোহের গান
মুক্তির সমর রণে যুদ্ধের ঘূর্ণি তুফান
কবির কলম আজ জনতার বীর্য্ প্রাণ !
অশুভ শক্তির অগ্নি চিতা শ্মশান!


নত শির ঐ পদতল
হীন যত মনবল ।
কম্পিত ঐ রক্ত চোষা, অথৈ জলে স্বৈর বল ।
সুশীল জ্ঞানী পাপী তাপি ,অজ্ঞ যত মূর্খ্ দল ।
ঘূণ্য ওরা মায়ের কোল,
চায় যে নিভে তোর পাল !


চল চল চল -আজি তোরা চল
গর্জে ওঠ দহন কর ওদের  বক্ষ তল ।
প্রতিবাদী বিল্পবী চির মুক্তির  দল ।
শক্তি তোদের অমর কবি বজ্র কণ্ঠের গান ।
চল চল চল - উড়া ঐ বিজয় নিশান ।


হে বীর, তরবারি তোর কলম কালি
তবে, কিসের ভয় হে মুক্তির কলি ?
হে কবি লিখে যা কবিতার চরনে
জনতার মুক্তি- বিজয়ের মন্ত্র- সাম্যের চুক্তি !
কবি তুই আলো  কবি তুই বঞ্চিতের শক্তি ।
অত্যাচারীর আতংক - মুক্তির পদাংক ।
-------------------