অসম ডানায় পাখিটা উড়েছিল অজানা দুরে
কে জানতো কোকিলটা গাইবে এত মধুর সুরে!
পাখিটা থমকে গেল একটু গান শুনবে বলে
কোকিলের স্পর্শ্ আশায় প্রেম দুয়ার খোলে
আর সে ই কিনা পাখিটাকে শর্ত্ দিল !
সুরের রাগান্বিত স্বর গুলি যদি বল ?
কোকিল হবে সুরের রাণী
প্রেমিকের যৌবন ধরণী ।
পাখিটা ব্যাকুল পানে ক্লান্ত ডানায় ভয়ে ভয়ে
কান পেতে আজও চেয়ে একটু গান শুনবে বলে
সেই অমীত সুরে- ভালবাসি ভালবাসি
নিভৃতে নিরালায় অনুভূতির শিহরণে উতল প্রণয়ে ।
তপ্ত প্রহর হারিয়ে ,পাখিটাও গাইবে যুগল সুরে
দু’জন দুজনায়- ভালবাসি ভালবাসি
গল্প কবিতায় উপন্যাসের পাতায়
নিঁপুন বন্ধবে উড়ে যাবে কাব্যের ধরায়
দ্বিধাহীন প্রাণে ।
একটু গান শুনবে বলে পাখিটা আজও উড়ে
আর কত দুর একটু বল হৃদয় উজার করে ।
একটু বল ভালবাসি, ভালবাসি অভিমান ঐ ভুলে
ব্যকুল পাখি আসছে বলে তোমার প্রেম ফুলে ।
    --------------