আচমকা পরিচয়ে এত কাছো পাব
কখনো ভাবেনি  !
আবার শিশিরের কণার মত হারিয়ে যাব
তাও ভাবিনি !
কিন্তু কি অভিমান তোমাকে ঘিরে ধরল
আজও বুজে ওঠতে পারিনি ।
বহুবার চেষ্টা করেছি, সেই  তীরে নোঙ্গর করার জন্য
আজও খোঁজে পাইনি কাংখিত ঠিকানা
কিন্তু কি করব বল ? আমি পরিশ্রান্ত মাঝি
উত্তাল নদীর জলে হয়তো আমি যোগ্য  নই ।
আমি তৃষ্ণার্ত্ বুকে একটু জলের অপেক্ষায়
তোমার সাগর পারে প্রতিনিয়ত যাই ।
আমি দেখি বুকের উঁচু ঢিলা কিংবা উত্তাল তরঙ্গে
আমার তরীর পাল উত্তেজিত ।
অনেক দুর এমন কোথাও নিভৃতে নিরালায়
একান্ত মিলনে শুধু আমি আর তুমি!
প্রাণের উতালে গগণের ছাঁদে প্রভাত রবিকে ছোঁব বলে
নিশি ভোর অপেক্ষায় তোমার মুখ দর্শনে ।
প্রথম সোনালী আভায় শিশিরের ঝলক বিন্দুতে
খোঁজে নিব তোমায় ।
আমার পুলক স্পর্শ্ দিয়ে
ক্রোধকে চুষে নিব পরম মমতায় , বুকে জড়িয়ে
হারিয়ে দিব তোমায় ।
তপ্ত কিরণের সৌর্য্ বীর্যে -ঐ গহিন পিঞ্জরে ।
উত্তাল জলের প্লাবিত বানের  চরম শিহরে ।
খোঁজে নিব তোমায় স্পর্শের পবিত্র ভাবনায় ।
তুমি আছো তুমি থাকবে কবির অন্ত পাতায় ।
       --------------