মনে যে ছিল প্রত্যাশা,আমার
জাগবে বিবেক মুক্ত বাংলার।
তার  ইতিহাস যেমন  ঘটা
সত্যি গর্বের তেমন বেটা।
ক্ষমতা লোভে যায় যে বামে
দলের ছায়ায় কর্তা থামে ।
মুক্তির সংগ্রাম উদাস্ প্রাণে
যে যার মতে তেমনি টানে ।
বিদ্রোহী আজ যোদ্ধার দলে
লাল-সবুজ ঐ দোহের পালে ।
স্বার্থের গন্ধে টগবগিয়ে
জোট যে কত বেইমান হয়ে ।
যতই চেঁচাক যোদ্ধা বলে
ব্যক্তি লোভে এগিয়ে চলে !
শান্তির বাক্য শুনিয়ে ডাকে
আর কি অজ্ঞ ঝিমিয়ে থাকে?
সাম্প্রদায়িক ঢেউ যে ক্ষেপে
ধর্মের পিঠে বসল চেপে ।
মদদবাজি  তোমার কাছে
মায়ের ধবংসে আজও আছে ।
বুঝে শুনে ঐক্য গড়
শত্রু তোমার আজই ছাড়ো ।
অসাম্প্রদায়িক অহংকার যেটা
মুক্তি যুদ্ধের মন্ত্র সেটা ।
---------------