বিদায় নিল ডিসেম্বর ,   জানুয়ারী এল আজ
গেল প্রবীণ নবীণ এল
দেখরে ধরার সাজ ।


বঙ্গ বুকে উড়ছে পরী,  লাল সবুজের গায়
অতীত গ্লাণী যাচ্ছে ভুলে
নতুন বছর পায় ।


বাঙ্গালী ঐ জাগছে এবার,  নতুন সূর্য্ লই
ঝরা পাতার ব্যর্থ্ গুলি
থাকবেনা আর ঐ ।


বিদায় নিল ব্যর্থ্ প্রবীণ,  নবীণ এল আজ
মায়ের কোলে খুশীর মেলা
দেখরে তোদের রাজ ।


সু-স্বাগতম সু-স্বাগতম,  হ্যাপি নিউ ইয়ার
নবীণ তোরা যারে ভুলে
ব্যর্থ্ যত লাজ ।


জাগরে তোরা সন্ধ্যি মাল্যে,   নবীণ প্রবীণ ফুলে
শপথ তোদের দীপ্ত হউক
সোনার বাংলা গানে ।


বাঙ্গালী ঐ জিততে জানে, রণ দুয়ার খুলে
নিউ ইয়ার শুভ ইউক
নব উদ্দেম লয়ে ।


---------------------