নাই বা দেখি তোমায় আমি জিতবে কিনা হার
চাই যে দেখি যুদ্ধ রণে তোমার পদাচার ।
অংশ গ্রহণ তোমার হউক-এ মোর অহংকার!
দেখবে তুমি আজ নয় কাল খুলবে বিজয় দ্বার  ।
সংগ্রামবীনা কে পরেছে বিজয়ী অলংকার ?
স্বপ্ন চোখের দৃষ্টি দিয়া
তোমার পথে যাওগো প্রিয়া,
সৃজন সুখে তুমি তুমিই-জাতির উল্লাসে
তুমি আলো-ভুবন জ্যেতি-মানস আকাশে ।


সবাই তখন তোমায় ঘিরে থাকবে উল্লাসে
নিখিল বুকে উড়বে তুমি জোনাক আলো হেসে!
তোমার জয়ে জিতবে মাগো করবে কলরব,
ঐ দুরে নিন্দুক লোকে ছুঁড়বে তাদের সব ।
নাই বা ফিরে তোমার তীরে অন্তঃদহের দুঃখে
তোমার জয়ে শিকল কপাট ওদের চোখে মুখে।
অমর কন্ঠে বাজবে তুমি নাইকো কভূ হার
আমার প্রিয়া রূপবতী আগামীর কর্ণধার !


যেদিন তুমি থাকবেনা ক’ থাকবে তোমার সৃজন
বলবে সবাই কে সে বীর রেখেছে মায়ের মান ?
উল্লাসে ঐ হাসবে সবে , চাইবে তোমাকে
ভয় না পেয়ে এগিয়ে চল বীর দর্পে বুকে !
মায়ের আঁচল উড়বে সদা, বলবে হাসিয়া
ছেলেটি আমার বীর্য্ বীর ভুবন সকল প্রিয়া !
চাই যে তোমায় যুদ্ধ রণে, চাই যে ধরাতে
তোমার জয়ে মাকে গড়ে জগত হাসাতে ।
তুমি আমার, তুমি জাতির, তুমি স্বপ্নের
যুদ্ধকালের প্রিয়া আমার বিজয়ী অহংকার !
   -----------------