তোমার চেয়ে নাইকো মধুর
তুমি যে সেই প্রাণের জুটি
মিলন গ্রহের স্পর্শ্ ভেলা
সব প্রেমিকার চাইতে খাঁটি ।


সৌরভ গায়ে সুবাস ছড়া’
উতাল করা, দিশেহারা
যেখানে মোর অঙ্গ রাখি
সেখানেই তার মধু ঘাঁটি ।


শিহরে সেই তৃপ্তি এসে
পাগলা দামাল ক্ষীপ্ত ঘেঁষে
প্রেম মহলে বাড়ায় গতি
তপ্ত রাশি লুকিয়ে কাঠি ।


ইচ্ছে ক্ষুদার ধরনীতে
বদলে প্রেম আপন পথে;
স্বপন চাওয়া চাঙ্গা করে
তুমি যে আজ সঙ্গী পা’টি ।


যুগল প্রেমের গোপন কোষে
সুখ প্রেমে তাই যুদ্ধ হাসে
কোল ভরা আজ দু’টি ধনে
আয়ান হ্যাপি বাধা আঁটি ।


তোমার চেয়ে নাইকো মধুর
তুমি যে সেই প্রাণের জুটি।


-----------