বাঃ- বেকার ছেলে বাঃ,
ঘুরে ফিরে খায় দায় পায়ের উপর পা !
ধার ধারে না বাপের খায়, চালে কত ঘুটি,
চাকরী বাকরির খবর নেই, বছর ভরে ছুটি,
নেশা করে অস্র ধরে ইজ্জত দেয় লুটি ।
ওমুক দলের নেতা নাকি! কিসের তবে ডর?
চাঁদাবাজি ধান্দাবাজি আরো অতঃপর!
আরে বোকা কর্ম্জীবি রাইতে নাইরে ঘুম
দেখ আমি বেকার ছেলে সবে করে নম !
তোদের খাটনি দেখে হেসেই আমি খুন
এদিক সেদিক হৈ হৈল্লো সেকি মোর গুন!


গাধার তিলক নাকি বেকার কপালে দেখা
এত ঘৃণা এত অবহেলা কপালেত লেখা !
বেকার অভিশাপ তটে প্রিয় প্রিয়সী আছে চটে
সবে ঘৃণা করে এখন,সবে পালায় ছুটে।
প্রাপ্তির আশায় পথপানে চেয়ে সবে দেখে ভুল-
উঠতে বসতে চলার পথে হারায়ে সব কূল !


শিক্ষিত ছেলে বেকার  নামটি ধরে ডাক যদি
অপ্রত্যাশিত অভিশাপে কষ্ট পাই সাঁঝ অবদি।
বেকার ঘুরাতে থাকত যদি কাজের মত মজা,
চাকুরী হত যদি ক্ষমতা শক্তির মত সোজা—
ধন্য হতাম যোগ্য হতাম নশ্বর কাল জুড়ে,
প্রশংসাতে সুখের পাখি যেত ভুবন উড়ে ।
হবে কি সে সুযোগ, তবু আশায় আশায় বসে !
বেকার অভিশাপে শিক্ষিত যুবক কেন দোষে?
  ---------------