কঠিন পথ দিতে হবে পারি  দুরন্ত দুর্বার
রুখতে হবে অগ্নি তুফান - কে আছিস আর ?
নিতেছে প্রাণ ছুড়তেছে গুলি দিতেছে ভ্রান্ত পথ
ধর্মের পালে মিথ্যের হাওয়া কার এত হিম্মৎ ?
জাগতে হবে তরুণ তরুণী দিবা নিশি হুশিয়ার!
কে আছিস পালোয়ান ধরবি হাল এই জাতির?
দুষ্ট চক্র দিতে হবে পুড়ি ,নিতে হবে দায়িত্ব ভার
করতে হবে নোঙ্গর তরী ,আসুক না বাধা তার ।


চারিদিকে ঐ লাশের মিছিল সাবধান !সাবধান!
হিংস্ররা ধেয়ে কেড়ে নেয় প্রাণ অভিনব অভিযান !
সঞ্চিত ব্যাথা বঞ্চিত বুকে জনতার অভিমান,
তোরাবিনে  কে আছিস বল ভাঙ্গে ষড় জাল ?
জানতে হবে অধিকার তোদের, উড়াতে হবে পাল ।


নৈতিক সংকটে ক্ষমতা লোভীরা, ঘুটিবাজ চালবাজ
স্বাধীনতা প্রশ্নে জনতার মনে সন্দেহ জাগে আজ ।
কান্ডারী মায়ের যে যার মত স্বার্থ্পর,স্বার্থ্পর,
দূর্নীতির করাল গ্রাসে নিমজ্জিত শাসকের পিঞ্জর ।
মানব অধিকার নিয়েছে কেড়ে জনতার অতঃপর
উঁচুরা ক্ষমতার দম্ভে অর্থ্ ভিত্তে ভাঙ্গছে নীচু স্তর !


মুক্তির জন্যে যারা করে গেল যুদ্ধের দামামা
যারা এনে দিল রক্তের বিনিময়ে স্বাধীন মুক্ত ”মা” !
তারা কেন আজ পরাজিত বলিদান ?
কেন চারিদিকে লাশের মিছিল রক্তে রঞ্জিত সবুজ প্রান্তর ?
আজ তোদের জাগবার সময়- হে দুরন্ত দুর্বার ।
-------------------------