এই বাংলার ধুলি মাখা গায়ে অতন্ত্র জনতার প্রহরী
অঙ্গিকার করেছো করবে রক্ষা সদা আকড়ে ধরি
যে পোশাকের ক্ষমতা দেওয়া তবু অসহায় সন্তান
দেওনি প্রতিকার, উত্তর দাও, হে জনতার রক্ষাজন !
তোমার আইন চক্ষুর দীপ নিয়ে…
আমি অসহায় আজ হাঁপিয়ে ।
যতটুকু প্রাপ্য ছিল আমার,দেওনি ভরে মোর প্রাণ !
এত ভয়ঙ্কর তুমি ? এত লোভী ? এত নিষ্ঠুর ফরমান !
তোমার ক্ষমতা কত হিংস্র, কত তার গর্জ্ন,জনতার প্রহরী
অমানবিক মঞ্চে বসে পিষ, তোমার অর্জিত গৌরব জহুরী ।
শৃংখল তরীর মাঝি, দেওনি কভূ সুখ!
তোমার পোশাকে আজ ভিতু, দিয়েছো দুঃখ!!
পথ ঘাট অলি গলি গোলা বারুদ আর রক্ত প্লাবন
তোমার গর্জ্ন, পোষাকের দম্ভে আজ আমি দগ্ধ প্রাণ !
রবি শশী তারা প্রভাত-সন্ধ্যা তোমার সমন চলে
এই বাংলার  আকাশ বাতাস কম্পিত সব দলে ।
অনেক স্বপ্নীল প্রত্যাশায় তোমার পানে জাতির গান-
তুমি জনতার, তুমি প্রহরী,তুমি রক্ষক,তুমি সম্মান ।
শ্বেত পীত কালো যাচাই করবে তুমি, এ মোর সাধ ।
অন্যায় বেশে নাহি জাগ তুমি, নাহি কর অপরাধ!
সদা রবে সবাকার অধিকার ভ্রতে, এতো পোশাকের বিধান!
তুমি জনতার প্রহরী, ভ্রান্ত নিশির আলোক সংবিধান ।
একি দেখি জাতির ভয়!, চারিদিকে প্রত্যাশা প্রাপ্তির ব্যবধান
তুমি পোশাকধারী ,তুমি আইন ভঙ্গকারী  ,তুমি ক্ষমতাবান ।
তোমারে ভেদিয়া আমার সাধ্য নেই তোমাকে লড়ি
গায়ের পোশাকে তুমি বীর্য্ বীর – হে জনতার প্রহরী ।
--------------------