আমি ক্ষমতা- হঠাৎ দম্ভ এসে আমাকে উগ্র হতে বলে
তরুণ শক্তির মত তীব্র বেগে কবিতার পংক্তিগুলো
এলোমেলো ছন্দ পতনে অহমিকার অবয়বে গর্জে ওঠে
পাঠকের মননে বিষ ঢেলে দিয়ে যবনিকার দ্বার খুলে ।
আমি ক্ষমতা দুর হয়ে যেতে বলি অমানবিক বন্ধুর খোঁজে
আমি বিভীষিকা ,জনতার আতংক ,ক্রমশ দেশদ্রোহী আগোপন
খুনী হয়ে যাই, করে যাই লুটতরাজ, কেড়ে নেই অধিকার
কখনো দেখিনা ক্ষমতার কালি চুন, আমি তাকে আগলে রাখি
আমি তাকে খোঁজে নেই পালঙ্কের নিচ থেক হরেক কৌশলে
জনতার অধিকার বঞ্চিত করে হুকুম দিয়ে যাই!
সংশয় নেই, ক্ষমতা পেয়েছি, সমালোচকের কানে মেরেছি চপ্পল ।


ক্ষমতার হাত ধরে স্বৈরবর্ণের এক রমনীর সান্নিধ্যে
সঙ্গম করেছি সংগোপনে বিদ্রোহী বাশরে ক্ষমতার অভিলাসে
কবিতার ছন্দের মধ্যে এনেছি বিভাদের অগ্নি কুন্ড,
কত প্রাণের অবসান ঘটেছি !!
আমি ক্ষমতা ,
জল্লাতের মতো নিষ্ঠুর ভূমিকায় গণতন্ত্রকে হত্যা করেছি
আমি ধর্ষণ করেছি, আমি বিবস্র করেছি, আমি গুম হ্ত্যা করেছি
লুটেছি জনতার সম্পদ, কেড়েছি ভোটাধিকার ।
বেশ্যার মতো গণতন্ত্র শুয়ে রেখেছি, স্বাধীন লাল-সবুজ প্রান্তরে
অঙ্গিকার ভেঙ্গে মুক্তিকে আজ আঁধার পথের অভিযাত্রী করেছি
আমি ক্ষমতা গণতন্ত্র উলঙ্গ করেছি কথ্য অশ্লীলতা মিশিয়ে চকিতে
খুলে ফেলেছি পর্দার অবয়ব লাজ সরম তোয়াক্কা না করে- শুধুমাত্র আপন স্বার্থে ।
হিংস্র দানব হয়েছি প্রতি নিয়ত ,আমি ক্ষমতা একক অধিকারের প্রত্যাশায় ।।
----------------------------